ইউক্রেনের পূর্বাঞ্চলে আবদিভকা শহরের একটি হাসপাতালে আজ সোমবার আঘাত হেনেছে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র। এতে চারজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি যখন যুক্তরাজ্য সফরে গিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাওয়ার প্রতিশ্রুতি বাগিয়েছেন, তখনই এ হামলার ঘটনা ঘটল।
ইউক্রেনের পুলিশ বাহিনী জানিয়েছে, আবদিভকা শহরে চালানো এই হামলায় ১৩টি স্থানে ৫৭টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ইউক্রেনের আবদিভকা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সকালে রাশিয়া এই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে একটি হাসপাতালে এসে আঘাত লাগে ক্ষেপণাস্ত্রের।
অন্যদিকে, ইউক্রেন বাখমুতের চারপাশে নিজেদের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে।
যুক্তরাজ্য গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনের জন্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে ইউক্রেন এসব ক্ষেপণাস্ত্র চেয়েছিল।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য জোরালো সমর্থন আদায়ে সাম্প্রতিক দিনগুলোয় তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
টুইটার পোস্টে জেলেনস্কি আরও বলেন, স্থল ও আকাশপথে আমাদের সক্ষমতা বাড়িয়ে দিতে যুক্তরাজ্য নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছে। এ সহায়তা অব্যাহত থাকবে।
এদিকে রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন চলতি সপ্তাহে কিয়েভে চলমান যুদ্ধে শান্তি আলোচনা করতে প্রতিনিধি পাঠাচ্ছে, তখন জেলেনেস্কি ফ্রান্স এবং জার্মানিতে সপ্তাহান্তে সফরে গিয়ে সামরিক সহায়তার বিশাল নতুন প্যাকেজ জোগাড় করেছেন।
ইউক্রেনের জন্য ২৭০ কোটি ইউরো মূল্যের (প্রায় ৩০০ কোটি ডলার) নতুন অস্ত্রসহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জার্মানি।