এস্পানিওলের বিপক্ষে কাল রাতে বার্সেলোনার হয়ে মাঠে নামার সুযোগ পাননি লামিন ইয়ামাল। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ম্যাচের স্কোয়াডেই রাখেননি বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লিগ জয় নিশ্চিত হওয়ার পর বার্সার খেলোয়াড়েরা মাঠেই উদ্যাপন করেছেন। আর মাঠের বাইরে থেকেই রেকর্ড গড়েছেন ইয়ামাল।
লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের রেকর্ড এখন ইয়ামালের। ১৫ বছর ৩০৫ দিন বয়সে বার্সার হয়ে লা লিগায় চ্যাম্পিয়ন হলেন স্পেনের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মরক্কোন বংশোদ্ভূত এ ফরোয়ার্ড। লা লিগায় সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন হওয়ার এই রেকর্ডে ইয়ামাল পেছনে ফেলেছেন বার্সারই সাবেক ডিফেন্ডার মার্ক মুনিয়েসাকে।
২০০৮-০৯ মৌসুমে ১৭ বছর ৫১ দিন বয়সে লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিয়েসা। স্পেনের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা মুনিয়েসা এখন খেলছেন কাতারের ক্লাব আল-আরাবিতে। মুনিয়েসাকে টপকে ইয়ামালের এই রেকর্ড গড়ার তথ্য জানিয়েছে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টারচিপ।