ওয়েস্ট হাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মোট সাত বছর খেলেছেন। কিন্তু একবর্ণ ইংরেজি জানেন না কার্লোস তেভেজ। শেখার চেষ্টাও করেননি। কেন করেননি, সেটাই জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক এই ফরোয়ার্ড। ফকল্যান্ড যুদ্ধের কারণেই নাকি ইংরেজি সংস্কৃতির প্রতি তাঁর অনীহা।
১৯৮২ সালে আটলান্টিক মহাসাগরের দ্বীপ ফকল্যান্ডের মালিকানা নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনা এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সামরিক শক্তি বিচারে শক্তিশালী ব্রিটেনের কাছে সেই যুদ্ধে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। তেভেজ জানিয়েছেন, এই ফকল্যান্ড যুদ্ধের কারণেই তাঁর এক চাচা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মদের নেশায় জড়িয়ে পড়েন। এর পর থেকেই তিনি ব্রিটিশ সংস্কৃতি ও ইংরেজি ভাষাকে অপছন্দ করেন। তেভেজ ওয়েস্ট হামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করেছিলেন। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিতেও খেলেছেন। আর্জেন্টিনার একটি রেডিও স্টেশন ডিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তেভেজ বলেছেন, তিনি ইংল্যান্ডে গিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন, কেউ যদি তাঁর সঙ্গে কথা বলতে চান, তিনি যেন স্প্যানিশ ভাষা শিখে আসেন।