সময় মানা নিয়ে বরাবরই সিরিয়াস অমিতাভ বচ্চন। এতগুলো দশক ছায়াছবির দুনিয়ায় কাটানোর পর আজও ঘড়ির কাঁটা ধরে ছবির সেটে পৌঁছান অভিনেতা। এবার সময়মতো সেটে পৌঁছানোর জন্য অদ্ভুত কাণ্ড করলেন ‘বিগ বি’।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অমিতাভ বচ্চন। তাঁর পোস্ট সব সময় নেট–জনতা পছন্দ করেন। এবার ‘বিগ বি’র এক পোস্টকে ঘিরে সবাই তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরিয়ে দিচ্ছেন। অমিতাভের এই পোস্ট প্রমাণ করে, আজও তিনি নিজেকে কতটা নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন। সময়মতো সেটে পৌঁছানোর জন্য কতটা মরিয়া তিনি।
অমিতাভ বচ্চন এখন আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত। মুম্বাইতে এ ছবির শুটিং হচ্ছে। তিনি বাসা থেকে বের হয়েছিলেন ছবির সেটে পৌঁছানোর জন্য। কিন্তু প্রচণ্ড যানজটে ফেঁসে যান। এ যানজট থেকে নিস্তার পাওয়ার জন্য এক উপায় বার করেন অভিনেতা। তিনি অজ্ঞাতনামা এক ব্যক্তির বাইকে লিফট চান।
রাজি হতেই ‘বিগ বি’ সেই ব্যক্তির বাইকের পেছনে বসে যান। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভক্তরা তাঁর কাজের প্রতি এই একাগ্রতার প্রশংসায় পঞ্চমুখ।
‘বিগ বি’ নিজেই এ ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এক ব্যক্তির রয়্যাল এনফিল্ডে তিনি বসে আছেন।