অবশেষে গতকাল শনিবার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বাগ্দান সম্পন্ন হয়েছে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। গতকাল নয়াদিল্লির কাপুরতলা হাউসে জাঁকজমকপূর্ণভাবে আংটি বদল করেন তাঁরা। গতকাল রাত সাড়ে নয়টায় ইনস্টাগ্রামে চারটি ছবি দিয়ে বাগ্দানের খবরটি জানিয়েছেন ভক্তদের। গত কয়েক বছর অভিনেত্রী হিসেবে আলাদা জায়গা করে নিলেও আপনি জানেন কি, পরিণীতি চোপড়ার অভিনয় নিয়ে তেমন আগ্রহই ছিল না! এক প্রতিষ্ঠিত বলিউড তারকাই তাঁকে অভিনেত্রী হতে প্রেরণা জুগিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সে গল্পই জেনে নেওয়া যাক।
ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চেয়েছিলেন পরিণীতি, তবে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, ফিন্যান্স ও অর্থনীতিতে তিনটি স্নাতক ডিগ্রি নেওয়ার পর চলে আসেন ভারতে।
সেটা ২০০৯ সালের কথা। ভারতে এসে অবশ্য জড়িয়ে পড়েন সিনেমা–দুনিয়ার সঙ্গে। জনসংযোগ পরামর্শক হিসেবে যোগ দেন যশ রাজ ফিল্মসে।