1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
মসজিদে মেয়র প্রার্থীদের কৌশলী প্রচারণা - Bangla Reporter
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ন

মসজিদে মেয়র প্রার্থীদের কৌশলী প্রচারণা

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫০ বার পঠিত

বরিশাল সিটি নির্বাচন সামনে রেখে মেয়র প্রার্থীরা এখন ব্যস্ত  ব্যাপক গণসংযোগে। গতকাল শুক্রবার জুমার নামাজ আদায়ের পর বিভিন্ন মসজিদ ও এর আশপাশের এলাকায় কৌশলে জনসংযোগ করতে দেখা গেছে তাদের। আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত জুমার নামাজ আদায় করেছেন নগরীর আমানতগঞ্জ মাহামুদিয়া মাদ্রাসার জামে মসজিদে। নামাজ শেষে মসজিদের মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এছাড়া সন্ধ্যায় ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটিরসহ বিভিন্ন এলাকার হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় খোকন সেরনিয়াবাত বলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশনকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। নগরী থেকে জলাবদ্ধতা দূর করে বসবাস উপযোগী করা হবে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এখানে কাজ করতে পাঠিয়েছেন। নির্বাচিত হলে বরিশালকে একটি নতুন বরিশাল হিসেবে গড়ে তোলা হবে।’

জাতীয় পার্টি (জাপা) প্রার্থী ইকবাল হোসেন তাপস নগরীর রূপাতলী হাউজিং এলাকায় জুমার নামাজ আদায় করেন এবং সন্ধ্যায় অক্সফোর্ড মিশনস্থ তার প্রধান নির্বাচনি কার্যালয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম বাদ আসর হাটখোলায় বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশগ্রহণ শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আহসান হাবিব কামালের  ছেলে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল আহসান রূপন ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকার মসজিদে জুমার নামাজ আদায় শেষে সেখানকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

জুমার নামাজসহ এসব কার্যক্রমে প্রার্থীদের সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। তীব্র গরম উপেক্ষা করে প্রার্থী ও প্রার্থীদের স্ত্রী-সন্তানসহ সমর্থক ও নেতাকর্মীরা দিনরাত সমানতালে ভোটের মাঠে রয়েছেন। ইতিমধ্যেই দলের মনোনয়ন লাভের পর বিশাল শোডাউনের মাধ্যমে নিজেদের আলোচনা এনেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ প্রার্থীদের স্বজনরাও এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের সম্পর্কে নানা গুণগান প্রচার করছেন। তাদের প্রার্থী নির্বাচিত হতে পারলে নানা আশ্বাসও দিচ্ছেন ভোটারদের।

প্রসঙ্গত, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে, ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park