ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পড়ে সোহেল মিয়া (১৭) নামে এক রিকশাচালকের মৃত্যুর ঘটনায় সাইফুল ইসলাম মনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফুল ইসলাম মনি সম্পর্কে ইউপি চেয়ারম্যানের জামাতা। নিহত সোহেল মিয়া উপজেলার গুইলাকান্দা গ্রামের আবু ছায়েদের ছেলে।
জানা যায়, সোহেল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সরিষা কৃষি বাজারে পৌঁছালে স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নালের শরীরে অটোরিকশার ধাক্কা লাগে। এতে ময়নাল ক্ষিপ্ত হয়ে সোহেলকে থাপ্পড় মারে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সোহেল। এ সময় ময়নালের বোন জামাই মনির হোসেন ও স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রোববার সন্ধ্যায় ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ইউপি চেয়ারম্যানের জামাতা মনির হোসেনকে এ মামলায় গ্রেপ্তার করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, রিকশাচালক নিহতের ঘটনায় মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।