1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ৭ কোটি টাকার অর্থ আত্মসাতের মামলা - Bangla Reporter
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ৭ কোটি টাকার অর্থ আত্মসাতের মামলা

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৭ বার পঠিত

রংপুরের সাবেক কাস্টমস সুপার আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ৭ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রংপুর দুদক সমন্মিত কার্যালয়ের সহকারী পরিচালক একেএম নুর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, দুদক প্রধান কার্যালয়ের অনুসন্ধানে বলা হয় সাবেক রাজস্ব কর্মকর্তা শুল্ক ও আবগারী ভ্যাট সার্কেলের সুপার আলাউদ্দিন মিয়া বিভিন্ন দলিল মূল্যে মোট ৮১৫ দশমিক ৯৩ শতক জমিসহ স্থাপনার মূল্য ৫ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার টাকায় ক্রয়ের মাধ্যমে অর্জন করেন। তিনি এবং তার ভাই মো. শাহাজাদা যৌথ নামে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত মোট ১ কোটি ২৭ লাখ ২০ হাজার ৭শ ২৫ টাকাসহ আলাউদ্দিন মিয়ার মোট স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ৭ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৭শ ২৫টাকা।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও আয়কর নথি পর্যালোচনা করে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট আলাউদ্দিন মিয়া ২০০৫-২০০৬ অর্থ বছরে অপদর্শিত কৃষি আয় ১৬ লাখ ১২ হাজার ১শ ৭৭টাকা, অপদর্শিত গৃহ সম্পত্তি আয় ৩ কোটি ৪৪ লাখ ২শ ৫৭ টাকা, অপদর্শিত মূলধনী আয় ৪ লাখ টাকাসহ মোট অপদর্শিত মোট আয় ১৯ লাখ ৯৬ হাজার ৪শ৩৪ টাকা। আয়কর নথি অনুযায়ী পেনশন ভাতা থেকে প্রাপ্ত ১ কোটি ৬১ লাখ ৫শ ৯৭ টাকা করমুক্ত আয়। গৃহ সম্পত্তির আয় ৬ লাখ ৮০ হাজার ৪শ টাকা, কৃষি থেকে আয় ১ লাখ ৪৩ হাজার ১শ টাকা, ব্যবসা থেকে আয় ৩ লাখ ৪৩ হাজার ৮শ টাকা, অন্যান্য উৎস থেকে আয় ২৮ লাখ ৯৪ হাজার ৯৭ টাকা। ১৭৮ দশমিক ৭৯ শতক জহহমি ও দোকান পজেশন ক্রয় ২৯ লাখ ৬৪ হাজার ৯৯১ টাকা, ১১০ শতক জমি ক্রয় ৪৩ লাখ টাকা এফডিআর ৯০ হাজার টাকাসহ মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।

মামলায় আরও অভিযোগ করা হয় দাকিলকৃত আয়কর রিটার্ন মোতাবেক আলাউদ্দিন মিয়ার পারিবারিক ব্যয়ের পরিমাণ ১৭ লাখ ৪৬ হাজার ৯৮৮ টাকা পারিবারিক ব্যয় বাদে নীট আয়ের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৮৬৬ টাকা। সুতরাং তিনি ৩ কোটি ৫১ লাখ ২৭ হাজার ৮৫৯ টাকা মূল্যমানের জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।

এমতাবস্থা আলাউদ্দিন মিয়া সাবেক কাষ্টম সুপার পিতা মৃত আব্দুল গনি বাসা পশ্চিম বাবুখাঁ রংপুর মেট্রোপলিটান কাতয়ালী থানা রংপুরের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ সালের ২৭(১) ধারায় মামলা রুজু করা হল।

রংপুর দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান জানান, সাবেক কাস্টমস কর্মকর্তা আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে দুদক আইনে মামলা রুজু করা হয়েছে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park