মাসখানেক আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের খবর চাউর হয়। জানা যায়, আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সঙ্গে প্রেম করছেন তিনি। এমনকি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন, এমন খবরও প্রচার হয় ভারতীয় গণমাধ্যমে। তবে নিজের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি পরিণীতি। তবে রাঘবের সঙ্গে দেখা করার ব্যাপারটি গোপনও রাখেননি, প্রকাশ্যেই ঘুরে বেড়াতে দেখা গেছে তাঁদের। প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন খবর, রাঘবের সঙ্গে বাগ্দান সারছেন পরিণীতি। বাগ্দানের দিন-তারিখও নাকি ঠিক হয়ে গেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পরিণীতি বা রাঘবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৩ মে বাগ্দান সারবেন পরিণীতি ও রাঘব। নয়াদিল্লিতে বাগ্দান অনুষ্ঠানের প্রায় সবই নাকি পাকা।
উত্তরে অভিনেত্রী বলেন, ‘গণমাধ্যমে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যে একটি সীমারেখা আছে। কখনো এটা অসম্মানজনকভাবে—এমন কিছু যদি হয়, তবে আমি বিষয়টি (সম্পর্ক) পরিষ্কার করব, যদি প্রয়োজন না হয়, করব না।’
পরিণীতি ও রাঘব দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়েছেন দুজন। তবে তাঁদের প্রেমের গুঞ্জন চাউর একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যাওয়ার পর। এরপর পরিণীতিকে আনতে দিল্লি বিমানবন্দরে যান রাঘব। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন জোরালো হয়।
গত ২৩ মার্চ পাপারাজ্জিদের সামনে পড়েছিলেন রাঘব। তখন তাঁর কাছে জানতে চাওয়া হয় পরিণীতির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তখন তিনি বলেছিলেন, ‘দয়া করে রাজনীতি নিয়ে আমাকে প্রশ্ন করুন, পরিণীতি নিয়ে নয়।’ পাপারাজ্জিরা পীড়াপীড়ি করলে তিনি বলেন, এ বিষয়ে পরে উত্তর দেবেন।