1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
ইল্লিয়ীনের অগ্রযাত্রা: সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকেন্দ্রিক উদ্ভাবনের একটি গল্প - Bangla Reporter
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

ইল্লিয়ীনের অগ্রযাত্রা: সৃষ্টিশীলতা ও প্রযুক্তিকেন্দ্রিক উদ্ভাবনের একটি গল্প

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৮ বার পঠিত

ইল্লিয়ীন বিশ্বজুড়ে লাক্সারি ও স্টাইলের প্রতীক হিসেবে সুপরিচিত। ডিজাইনের বৈচিত্র্য ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনশীলতা ব্র্যান্ডটিকে প্রতিযোগিতা থেকে এক অনন্য অবস্থান দিয়েছে। একই সঙ্গে এনে দিয়েছে বিশ্বের সর্বস্তরের মানুষের ভালোবাসা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্সক্লুসিভিটি ও ‘ইনোভেশন’-এর সমার্থক ইল্লিয়ীন, দ্য হাই অ্যান্ড রিটেইলার, মূলত একটি টেক বেজড লাক্সারি ব্র্যান্ড। গ্রাহকদের জন্য ইউনিক ও রুচিশীল ডিজাইনের পণ্য এবং অতুলনীয় কাস্টমার সার্ভিস উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে ছোট পরিসরে ইল্লিয়ীনের যাত্রা শুরু। সময়ের আবর্তনে বিশ্বমানের পণ্য ও উন্নত কাস্টমার সার্ভিসের মধ্য দিয়ে ইল্লিয়ীন আজ বাংলাদেশের প্রথম সারির একটি লাক্সারি ব্র্যান্ড। ইল্লিয়ীনের এই গল্পে মিশে আছে নিরবচ্ছিন্ন উদ্ভাবন, সৃজনশীলতা এবং সব সময় নতুন কিছু নান্দনিকভাবে উপস্থাপন করার নিরলস প্রচেষ্টা।

ইল্লিয়ীনের গল্পের শুরু ২০১৭ সালে ঢাকায় দুইটি শোরুম (ডিসপ্লে সেন্টার) ও একটি অনলাইন স্টোর দিয়ে। ছিল মেনসওয়্যার, ফুটওয়্যার ও বিভিন্ন একসেসরিজের কালেকশন। তাদের এই অম্নিচ্যানেল বিজনেস মডেলটি দ্রুত সবার কাছে পরিচিত হয়ে ওঠে পণ্যের মান এবং অনন্য শৈল্পিক ডিজাইনের মাধ্যমে। বিগত ছয় বছরে ইল্লিয়ীন ধারাবাহিক বিবর্তন ও উদ্ভাবনের পাখায় ভর করে কাস্টমারদের উপহার দিয়েছে অসংখ্য আইকনিক ফ্যাশন কালেকশন, যা উদ্ভাবনী স্বকীয়তায় লাইফস্টাইল জগতে যোগ করেছে সৃজনশীলতার এক নতুন স্তর।

বর্তমানে দেশে ১০টি ডিসপ্লে সেন্টার রয়েছে। ৮টি রাজধানীতে, ১টি সিলেটে ও অপরটি চট্টগ্রামে। প্রতিটি ডিসপ্লে সেন্টারের ডিজাইনে ইল্লিয়ীন যে নান্দনিকতার সূক্ষ্ম স্পর্শ রেখেছে, তাতে সব গ্রাহকই পাচ্ছেন কেনাকাটার এক অনন্য অভিজ্ঞতা। আর সঙ্গে রয়েছে চমৎকার কাস্টমার সেবা। ইল্লিয়ীনের প্রতিটি প্রোডাক্ট তাদের ইউনিক ডিজাইন ডিটেইলিং, কাস্টমাইজড ম্যাটেরিয়াল এবং ইনোভেশনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে।

প্রতিটি পণ্যের অনবদ্য ডিজাইনে ফুটে ওঠে উচ্চমানের ম্যাটেরিয়ালের ব্যবহার, অনন্য উদ্ভাবন শৈলী ও এক্সপার্ট টেইলারিং। সৃজনধর্মী অন্তর্দৃষ্টি ও আধুনিক মিনিমালিজমের সমন্বয়ে সৃষ্ট ইল্লিয়ীনের এই নতুন স্টাইল-ট্রেন্ড ফ্যাশনজগতের কেন্দ্রে স্থান করে নিয়েছে। যার প্রতিটি সংগ্রহ গ্রাহকদের হৃদয় স্পর্শ করে, একইভাবে বতর্মান সময়ের ডিজাইনারদেরও অনুপ্রাণিত করছে। তাই সময়ের সঙ্গে সমানতালে বাড়ছে ব্র্যান্ডটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস।

গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা পূরণ করতে ইল্লিয়ীন নিয়ে এসেছে মার্কেটপ্লেস, দ্য মোস্ট ট্রাস্টেড ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম গ্রাহকদের জন্য উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিশ্বস্ত উৎস থেকে পণ্য সরবরাহ করে থাকে। এ ছাড়া ইল্লিয়ীন অ্যাপল ও স্যামসাংয়ের মতো টেক জায়ান্টদের প্রোডাক্ট অথরাইজড সোর্সিং ও অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। সৃজনশীল অগ্রযাত্রায়, ইল্লিয়ীনের ঘড়ির কালেকশন যুক্ত করেছে এক নতুন মাত্রা। সাহারা ও প্লাটিনাম কালেকশনের এই হাই অ্যান্ড ঘড়িগুলো দুনিয়াজুড়ে ঘড়িপ্রেমী থেকে শুরু করে, শৌখিন সংগ্রহকারী এবং ক্রেতাদের সমানভাবে আলোড়িত করে। স্টাইল, টেকনোলজি ও লাক্সারির প্রতি ইল্লিয়ীনের সংকল্পের এক দারুণ প্রতিফলন এই ঘড়িগুলোয় লক্ষ করা যায়। অনিন্দ্য নকশা ও নিপুণ কারুকৌশলে অলংকৃত ঘড়িগুলোয় ব্যবহার করা হয়েছে হাই-গ্রেড স্টেইনলেস স্টিল, স্যাফায়ার ক্রিস্টাল গ্যাস, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের জাপানি অটোম্যাটিক মুভমেন্ট ও কোয়ার্টজ ইঞ্জিন। এ ছাড়া প্রতিটি ঘড়িতে রয়েছে উন্নতমানের ওয়াটার রেসিস্ট্যান্স ক্ষমতা।

শ্রেষ্ঠত্বের নিরলস অভিযাত্রায়, ইল্লিয়ীন প্রযুক্তিকেন্দ্রিক একটি লাক্সারি ব্র্যান্ডে রূপান্তরিত হতে প্রতিজ্ঞাবদ্ধ। তার প্রমাণ সুস্পষ্টভাবে দেখা যায় কাস্টমারদের বৈচিত্র্যপূর্ণ চাহিদা ও প্রত্যাশা পূরণে ব্র্যান্ডটির উত্তরোত্তর সফলতায়। যার পেছনে রয়েছে ডেটা ড্রিভেন প্রোডাক্ট ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অত্যাধুনিক অ্যানালিটিকসের ব্যবহার, আইটিনির্ভর সাপ্লাইচেইন ব্যবস্থাপনা ও ডিজিটাল কমার্স, এমনকি তাদের প্রাত্যহিক বিজনেস অপারেশনে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার। একটি প্রযুক্তিনির্ভর লাক্সারি ব্র্যান্ড হিসেবে ইল্লিয়ীন স্বকীয় ও নান্দনিক সব প্রোডাক্টের মাধ্যমে কাস্টমারদের কাছে তৈরি করেছে নতুন এক বেঞ্চমার্ক। একটি সফল গল্পের প্রথম অধ্যায় থেকে ইল্লিয়ীন সামনে এগিয়ে চলেছে আর লাক্সারি ও হাই অ্যান্ড রিটেইল জগতের এই পথে অদূর ভবিষ্যতে তৈরি হচ্ছে আরও অনেক নতুন কিছু দেখার সম্ভাবনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park