র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ কর্তৃক ৬ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার হয়েছে।
শনিবার(২৪ জুন) দুপুরে র্যাব ১৩ গাইবান্ধা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজর রহমান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ১ জুন ৬ বছরের শিশু স্কুলে যাবার পথে চকলেট এর প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রফিকুল ইসলাম ।পরে ভুক্তভোগী শিশুর মা সুন্দরগঞ্জ থানায় শিশু নির্যাতন আইনে মামলা করলে ধর্ষক পলাতক হয়।এরপর র্যাব ১৩ ও র্যাব ১২ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদিঘী থেকে আসামীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামী মো রফিকুল ইসলাম সুন্দরগঞ্জের কালিরখামার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
র্যাব ১৩ গাইবান্ধা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি মো মোস্তাফিজ রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামী র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সত্যতা স্বীকার করেছে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।