ঈদুল ফিতরের বন্ধ শেষ করে দীর্ঘ এক মাস আঠারো দিন পর আবারো ঈদুল আযহার জন্য ১১ দিনের ছুটি ঘোষণা করেছিল ঢাবির অধিভুক্ত সাত কলেজের মধ্যে অন্যতম সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এ বন্ধ শুরু হয়েছিল ২৫ শে জুন, যার সমাপ্তি ঘটবে আগামী ৯ই জুলাই।
অধ্যক্ষ অধ্যাপক মোঃ মহসিন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ক্যাম্পাসে ক্লাস শুরু হবে নয় জুলাই থেকে। যার ফলে যে সকল শিক্ষার্থীরা কোরবানি ঈদ নিজ নিজ পরিবারের সাথে পালন করার জন্য ঢাকা ত্যাগ করেছিল, তারা পরবর্তী ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবারো ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন। এর ফলে এখন সকল শিক্ষক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে গেছে সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। ঈদের বন্ধের কারণে যে ক্যাম্পাস শিক্ষার্থী শূন্যতায় ভুগছিল তা আবার শিক্ষার্থীদের কোলাহল ও হইহুল্লায় নিজের পুরনো সৌন্দর্য ফিরে পেয়েছে।
প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম সারোয়ার এর কাছে ঈদের ছুটি কেমন কেটেছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,”বাবা-মাকে ছেড়ে ঢাকা থাকা যে কি কষ্ট যারা থাকেন তারাই বোঝে। এ ক’ দিন ঈদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ”। এ সম্পর্কে বাংলা বিভাগের আরেকজন শিক্ষার্থীর কাছে প্রশ্ন করলে তিনি বলেন, “মায়ের হাতের রান্না করা গরুর মাংস ছেড়ে চলে আসা খুবই কষ্টকর কিন্তু কিছু করার নেই সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা। তাই পরীক্ষা প্রস্তুতি নিতে বিলম্ব না করে আগেভাগে চলে আসলাম”।