গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক ঘোষিত ১৫ আগষ্ট (জাতীয় শোক দিবস) বৃক্ষরোপন কর্মসূচীর বিশেষ দিবসে অত্র ঠাকুরগাঁও যোনের শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার মহোদয় নিতাই চন্দ্র ঘটক স্যার এর নির্দেশনায় এবং বালিয়াডাজ্ঞী এরিয়ার সম্মানিত এরিয়া ম্যানেজার জনাব অলোক কুমার দাস স্যার এর সার্বিক তত্ত্বাবধানে “গ্রামীন ব্যাংক আধারদিঘী বালিয়াডাজ্ঞী শাখায়” বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ,ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাড়িয়া ইউনিয়নের সম্মানিত মেম্বার আব্দুল খালেক সহ শাখার সকল স্টাফ।