গাইবান্ধা সদর উপজেলার পীরগছা গ্রামে সোবহান মন্ডলের সাথে জমিজমা সংক্রান্ত জেড়ে আবু বক্কর মন্ডল ও তার মেয়ে বিউটি বেগম পুত্রবধূ রেখা বেগম গুরুতর আঘাত হন ও কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত জেড়ে ইব্রাহিম মন্ডল ও তার সহযোগীদের সাথে আবু বক্কর মন্ডলের কথা-কাটাকাটি একপর্যায়ে ইব্রাহিম মন্ডল ও তার অনুসারীরা লাঠি,লোহা দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে।আবু বক্কর মন্ডল এর উপর অর্তকিত আক্রমণ দেখে তার মেয়ে বিউটি ও পুত্রবধূ রেখা বেগম আগানোর জন্য গেলে তাদের উপর ও আক্রমণ করে দূবৃত্তরা।আসামীগন তাদের তান্ডব একপর্যায়ে বাড়ীতে হামলা ও সোনা, নগদ অর্থ লুটপাট করে। অভিযুক্ত আসামিরা হলেন ইব্রাহিম মন্ডল (৪২) পিতা মৃত মকবুল হোসেন মন্ডল, মোনারুল ইসলাম (৩৫) পিতা দেলবার মিয়া,মুছা মিয়া(৪৫) পিতা মৃত অজ্ঞাত,তাজুল ইসলাম (৪৮) পিতা মৃত আইজল হক,বিথী বেগম(৩০) স্বামী মতিয়ার,সোবহান (৩০) আবু বক্কর।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগীতা গুরুতর আবু বক্কর মন্ডল, বিউটি ও রেখা বেগমকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগীরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।