1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
হোয়াটসঅ্যাপে যেভাবে পাঠাবেন এইচডি মানের ছবি - Bangla Reporter
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে যেভাবে পাঠাবেন এইচডি মানের ছবি

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২১ বার পঠিত
প্রযুক্তি

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অন্তত দুই বিলিয়ন ব্যবহারকারী আছে। এতদিন জনপ্রিয় এ মাধ্যমটিতে শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি পাঠানো যেত। এখন থেকে আপনি চাইলে ‘এইচডি কোয়ালিটি’র ছবিও পাঠাতে পারবেন। বাই-ডিফল্ট অপশন আপনার জন্য খুব সহজ হতে পারে।
এই অপশনটি সিলেক্ট করে রাখলে আপনি যেমন হাই-ডেফিনিশন ছবি পাঠাতে পারবেন, আবার আপনার কাছেও একই রেজুলেশনের ছবি আসবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ অপশনটি আগেই ছিল। ডকুমেন্ট হিসেবে আগে হাই-ডেফিনিশন ছবি পাঠানো যেত। কিন্তু আইফোন ব্যবহারকারীদের জন্য এ সুবিধা ছিল না।
বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড দুই ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন। এখন থেকে ৩০২৪/৪০৩২ রেজুলেশনের ছবি পাঠানো যাবে। যা আগের স্ট্যান্ডার্ডে ছিল ৯২০/১২৮০।
ছবি পাঠানোর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট বক্স ওপেন করুন।
পরে ফোনের নীচের দিকে অ্যাড অ্যাটাচমেন্ট আইকন (আইফোনের ক্ষেত্রে + আইকন) বাটনে ক্লিক করুন। এবার গ্যালারি আইকনে ট্যাপ করে আপনার ফোনের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করুন। এবার স্ক্রিনের উপর এইচডি ও স্ট্যান্ডার্ড দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে পছন্দের কোয়ালিটি নিয়ে চূড়ান্ত অপশনে ট্যাপ করুন। এবার সেন্ড বাটনে ক্লিক করে ছবি পাঠিয়ে দিন।

হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে হাই ডেফিনিশন ছবি পাঠানোর প্রক্রিয়া। ছবি: সংগৃহীত
  • যাকে ছবি পাঠাতে চান, তার চ্যাটবক্স খুলুন।
  • ক্যামেরা আইকনে ক্লিক করে গ্যালারি থেকে ছবি নির্বাচন করুন। ছবিটিকে অবশ্যই এইচডি কোয়ালিটির হতে হবে, নতুবা এইচডি শেয়ারিং অপশন আসবে না।
  • ছবিটি এইচডি কোয়ালিটির হলে স্ক্রিনের উপরের দিকে ‘HD’ নামের একটি অপশন আসবে। সেখানে ক্লিক করলে স্ক্রিনের নিচের দিকে পপ-আপ হিসেবে ২টি অপশন আসবে। একটি ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ আরেকটি ‘এইচডি কোয়ালিটি’। এবার এইচডি কোয়ালিটি অপশনে ক্লিক করে ছবিটি পাঠিয়ে দিতে পারেন ।
  • ছবিটি এইচডি হিসেবে ডেলিভার হলে চ্যাটবক্সে ছবির কোনায় ‘HD’ চিহ্ন থাকবে।

আপনার গ্যালারির সব ছবিতেই এইচডি চিহ্ন থাকবে না। শুধুমাত্র হাই ডেফিনিশন ছবিতে এই চিহ্নটি থাকবে। যেসব ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালেও ছবির মান খুব বেশি পরিবর্তন হবে না, সেগুলোতে এইচডি চিহ্ন থাকবে না।

তবে এইচডি কোয়ালিটির ছবি পাঠালেও হোয়াটসঅ্যাপ ছবি কমপ্রেস করে। এক্ষেত্রে ছবির রেজুলেশন অক্ষুণ্ণ রেখে সামান্য কমপ্রেস করে অ্যাপটি। তাই আপনি যদি পুরোপুরি অক্ষুণ্ণ অবস্থায় ছবিটি কাউকে পাঠাতে চান, তাহলে অন্য কোনো উপায়ে ছবি পাঠানোই শ্রেয়, যেমন

  • গুগল ড্রাইভে আপলোড করে লিংক দেওয়া
  • অন্য যেকোনো ক্লাউড স্টোরেজে ছবি আপলোড করে লিংক দেওয়া
  • ছবিটিকে কোনো ডকুমেন্টের সঙ্গে সংযুক্ত করে সেটাকে পিডিএফ আকারে পাঠানো
  • ইমেইলের মাধ্যমে পাঠানো।

যেহেতু এইচডি ছবি বেশি জায়গা দখল করে, তাই আপনি যদি হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি আদান প্রদান করেন, তাহলে সেগুলো আপনার ফোনের অনেক জায়গা দখল করে নেবে। তাই শুধু গুরুত্বপূর্ণ ছবিগুলোই এইচডি কোয়ালিটিতে পাঠান।

সূত্র: মেকইউজঅব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park