1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ - Bangla Reporter
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫ বার পঠিত
ফেসবুক মেসেঞ্জার

মেটার মালিকানাধীন ফেসবুক বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রায় সব বয়সী নারী পুরুষ ব্যবহার করছেন ফেসবুক। নিজের ব্যক্তিগত ও প্রিয় মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে ভার্চুয়াল বন্ধুদের সঙ্গে শেয়ার করেন অনেকে।

বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী চ্যাটের জন্য মেসেঞ্জার ব্যবহার করেন। এই মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে চ্যাট করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং অডিও কল করা যায়। অনেকে আবার মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড না করে, মেসেঞ্জার লাইট অ্যাপ ডাউনলোড করেন।

যারা মেসেঞ্জারের লাইট ভার্সনটি ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ দিলো মেটা। আগামী মাসেই বন্ধ করে দেওয়া হতে চলেছে এই মেসেঞ্জার লাইট অ্যাপ। বর্তমানে এই অ্যাপটির ইউজারদের কাছে একটি বার্তা পাঠানো হচ্ছে। সেই বার্তায় তাদের চ্যাটিং চালিয়ে যাওয়ার জন্য মেসেঞ্জার ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এরই মধ্যে মেসেঞ্জার লাইট অ্যাপটি নতুন ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ১৮ সেপ্টেম্বরের পরে পুরোনো ব্যবহারকারীরাও অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই এই মুহূর্তে আপনিও যদি এই অ্যাপের ব্যবহারকারী হন তাহলে তা ডিলিট করুন। সেই সঙ্গে আসল মেসেঞ্জার ব্যবহার শুরু করুন।

২০১৬ সালে মেটা কম-শক্তিশালী অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউজারদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করেছিল। কম স্টোরেজ স্পেস এবং পাওয়ার ব্যবহার করার জন্য মেসেঞ্জার লাইট অ্যাপে শুধু প্রয়োজনীয় ফিচারগুলো ছিল। পরে মেটা আইওএসের জন্য মেসেঞ্জার লাইট প্রকাশ করলেও, কোম্পানিটি ২০২০ সালে এটি বন্ধ করে দিয়েছে। অ্যাপটির লাইট সংস্করণ বিশ্বব্যাপী প্রায় ৭৬০ মিলিয়ন ডাউনলোড করা হয়েছে। তারপরও এটি বন্ধ করে দিচ্ছে মেটা।

সূত্র: দ্য ভার্জ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park