1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত জেড়ে আহত ১ - Bangla Reporter
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত জেড়ে আহত ১

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭ বার পঠিত

 

গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নে সরকারপাড়া গ্রামে লিটন মিয়া ও তার অনুসারীদের সাথে জমিজমা সংক্রান্ত জেড়ে জামিল মিয়ার স্ত্রী কহিনুর বেগম কে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন এবং মাঠিতে লুঠে পড়েন।
অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত জেড়ে লিটন মিয়া ও তার সহযোগীদের সাথে জামিল মিয়ার বেশ কিছু দিন ধরেই বিবাদ চলে ।একপর্যায়ে গত ২৯ আগস্ট রাতে লিটন মিয়া ও তার অনুসারীরা জামিল কে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করে।একপর্যায়ে  লাঠি,লোহা দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে।এতে করে জামিল মিয়ার স্ত্রী মোছা কহিনুর বেগম গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে পড়ে থাকে।এর ফাকে আসামীগন তাদের তান্ডব  বাড়ীতে হামলা ও সোনা, নগদ অর্থ লুটপাট করে নেয়। অভিযুক্ত আসামিরা হলেন মো লিটন মিয়া,আলমগীর হোসেন উভয়ের পিতা মো রাজা মিয়া,রাজা মিয়া পিতা মৃত কানছির শেখ,এন্তাজ আলী পিতা মৃত কানছির শেখ,আবুল হোসেন পিতা এন্তাজ আলী,মোছা আলেকজান স্বামী রাজা মিয়া,মোছা মোশেদা স্বামী এন্তাজ আলী উভয়ের বাসা উত্তর ঘাঘোয়া।

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগীতা গুরুতর কহিনুর বেগম কে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগীরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park