দিন ফুরাবে রাত ফুরাবে,
ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে,
ফুরাবে না ভাগ্নের প্রেম,
ফুরিয়ে যাবে প্রাণ, ঠিক কবিতার ছন্দের মতোই মামী ভাগ্নের প্রেমের একটি ঘটনা ঘটেছে। গাইবান্ধা সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলাম শেখ এর বিবাহিত স্ত্রী দুই সন্তানের জননী হামিদা বেগম ভাগ্নের প্রেমে বর্শিভূত হয়ে স্বামীর সংসার ছেড়ে ভাগ্নের হাত ধরে উধাও হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহিদুল ইসলাম শেখ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন গত মাসের ২৪ আগষ্ট আমার বিবাহিত স্ত্রী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দার মো আমজাদ হোসেনের ছেলে মো মাহাবুব রহমানের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে হামিদা বেগম পালিয়ে যায়।পালিয়ে যাবার সময় আমার স্ত্রী বাসা থেকে নগদ ২ লক্ষ টাকা, ৩ ভারি সোনা নিয়ে যায়। তিনি আরও বলেন, সে তার সুখের খোঁজে অন্য ছেলের হাত ধরে চলে গেছে আমার কোন আফসোস নেই।তবে আমার কষ্টের টাকা গুলো যেনো ফেরত দেয়।এমনকি ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও আইনের সহযোগিতা দাবি জানিয়েছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
এ বিষয়ে শহিদুল ইসলাম শেখ এর স্ত্রী ও ভাগ্নের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোথায় আছে কেউ কোন তথ্য দিতে পারেনি।