1. alhasansarkar@gmail.com : alhasansarkar :
  2. atowarrana0@gmail.com : Atowar :
  3. tusherimran1@gmail.com : bnreporter :
  4. raihanmia61@gmail.com : Raihan Sheikh : Raihan Sheikh
  5. shehan@gmail.com : Shehan :
  6. test@gmail.com : Test :
নোয়াখালীতে অস্থায়ী পুনর্বাসনের জন্য ক্ষুদ্র হকার্স ব্যবসায়ীদের মিছিল ও মানববন্ধন। - Bangla Reporter
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

নোয়াখালীতে অস্থায়ী পুনর্বাসনের জন্য ক্ষুদ্র হকার্স ব্যবসায়ীদের মিছিল ও মানববন্ধন।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯ বার পঠিত

 

সাইফুল ইসলাম
সংবাদদাতা নোয়াখালী।

নোয়াখালী ক্ষুদ্র হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ী পুনর্বাসনের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে,

বহু প্রতিকূলতা, বিভিন্ন সমস্যা, বর্ষায় পানিবন্ধী, করোনায় মহামারীর সময়ে আর্থিক ক্ষতি, ড্রেনেজ ব্যবস্থা করা বিভিন্ন দাবি নিয়ে ব্যবসায়িরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে।

নোয়াখালী ক্ষুদ্র হকার্স মার্কেটের ব্যবসায়ীদের সর্বশেষ দাবী ছিল মার্কেটের নির্মাণ কাজ শুরু করার পূর্বে নূন্যতম ১০ মাসের জন্য ব্যবসা বান্ধব বর্তমান নোয়াখালী সুপার মার্কেটের পশ্চিম পাশে খালি জায়গায় নির্মাণাধীন স্থাপনায় ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করার জোর দাবী জানানো হয়।

তাদের এইসব দাবির মানববন্ধনে অংশগ্রহণ করে ক্ষুদ্র হকার্স মার্কেট ব্যবসায়িদের পরিবারের সদস্যরা। ব্যবসায়িরা তাদের এ কান্তিকালীন সময়ে জেলা প্রশাসকের সঠিক সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির সভাপতি ইকরাম উল্ল্যা ডিপটি।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুস সামাদ শাহিন। সহ সভাপতি হাজী শফি উল্ল্যা।
কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ সানা উল্ল্যা সহ সমিতির কার্যকরী সদস্য, সকল ব্যবসায়িরা।

পরে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্ল্যা খান সহেল এর উপস্থিতিতে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Bnrepoter
Design Customized By Shakil IT Park