লেখকঃ- আতোয়ার রহমান রানা
শরৎ কালে ফুল ফোটে
সাদা মেঘের ভেলায়
কাশফুলের শুভ্র ছড়ায়,
মৃদু বাতাসে।
এ যেনো প্রকৃতির বন্ধু ক্ষণিকের ছন্দে।
ভোরের শিশির দূর্বা ঘাসে
কুয়াশা হারায় রোদের তালে।
পদ্ম ফোটে নদী-বিলে
খোকা খুকি ফুল তোলে
হাঁটু ভরা জলে নেমে।
মৃদু বাতাসে দিচ্ছে দোল
মাট ভরা আমান ধান।
মেঘের কোলে মেঘের ভেলা
শরৎ এলো নতুন বেলায়।
ছুটির ঘন্টা বাজলো আবার
শীতের সাথে বন্ধু তাহার।
সংক্ষিপ্ত