গাইবান্ধা প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রেখে ফুলছড়ি-সাঘাটা চরাঞ্চলকে শতভাগ আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন ফারজানা রাব্বি বুবলী। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এই কথা বলেন।
বুধবার (২৫ অক্টোবর) বিকাল ৪ টায় ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। প্রধান বক্তা সাবেক ডিপুটি স্পিকারের মেয়ে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী।
এছাড়াও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলায় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা,ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গফুর মন্ডল, শামসুল আলম, শহিদুল ইসলাম ,বীর মুক্তিযুদ্ধো আব্দুস সবুর সরকার,মাহতাব আলী সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ফারজানা রাব্বি বুবলী বলেন,আওয়ামী লীগ সরকার তিন মেয়াদে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে। আর সেই উন্নয়নের ধারায় বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মান বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক বরাদ্দ দেয় তাহলে আমার বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে ফুলছড়ি-সাঘাটা কে একটি ডিজিটাল আসনে রুপান্তরিত করব।