রাজধানীতে ৩০ মিনিটের মধ্যে তিনটি পৃথক স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর নিউমার্কেট, এলিফেন্ট রোড ও সায়দাবাদের জনপথ এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৭টা ৩০ মিনিটে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
প্রায় একই সময় রাত ৭টা ৫০ মিনিটে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেওয়া হয়। আগুন নির্বাপণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
এদিকে রাত ৮ টার দিকে সায়দাবাদের জনপদের মোড়ে ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
আগামীকাল রোববার থেকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। তবে ঢাকাসহ সারাদেশে বিএনপি-জামায়াতের এই অবরোধের মধ্যেই বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর ৭২ ঘণ্টার অবরোধ দিয়েছিল বিএনপি ও সমমনা দলগুলো। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবারও অবরোধের ডাক দেয় বিএনপি। সেই অবরোধে সমর্থন দিয়েছে জামায়াতও।